শ্রীপুরে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ২১:৫৮

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাকশ্রমিক প্রতিভা আক্তার (১৮)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত প্রতিভা আক্তার সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে। তিনি নগরহাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ইয়াং মিলস লি. নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের মা আমেনা খাতুন জানান, শুক্রবার রাতে অফিস থেকে বাসায় ফিরে ঘরে প্রবেশ করেই মেয়েকে ঝুলন্ত দেখতে পান। পরে দ্রুত বটি (দা) দিয়ে গলায় পেচানো উড়না কেটে তাকে নিচে নামানো হয়। কিছুক্ষণ পরইে সে মারা যায়।

তিনি আরও জানান, গ্রামের বাড়িতে পাঁচ মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সাথে তার বনিবনা হচ্ছিল না। এজন্য এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নগরহাওলা গ্রামে নিয়ে আসা হয়। কী কারণে সে মারা গেছে, বিষয়টি তাদের জানা নেই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :