পদ্মায় ধরা পড়েছে ২৫ কেজির বাঘাইড়

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২১, ১২:৩৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ১২:৪১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। রবিবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ফেরী ঘাট এলাকায় জেলে রনজিত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে রনজিত হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।

সম্রাট শাহজাহান জানান, অল্প লাভে মাছটি বিক্রির আশায় অপেক্ষা করছি।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/পিএল)