ভৈরবে ভারতীয় মোবাইলসহ একজন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২১, ১৫:৩৫

ভৈরবে ৩৫৭টি ভারতীয় অবৈধ মোবাইল ও একটি গাড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম যোজন বিশ্বাস দুর্জয়। তার বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার আদিত্যপুর এলাকায়।

সোমবার রাতে ভৈরব দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের ওপর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় ট্রাফিক বক্সের সামনে ঢাকাগামী লেনের ওপর অভিযান চালিয়ে সন্দেহজনক একটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ওই গাড়ির ভেতর থেকে ৩৫৭টি ভারতীয় অবৈধ মোবাইল পাওয়া যায়। পরে এসব মোবাইলসহ পরিবহনে ব্যবহৃত ওই গাড়ি জব্দ করা হয় এবং যোজন বিশ্বাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে ঢাকাসসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মোবাইল পাইকারি/খুচরা মূল্যে বিক্রয় করে বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :