পাঠাগারে অর্ধ লাখ টাকার বই দিল কেকেএস

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২১, ১৬:২২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগারে প্রায় অর্ধ লাখ টাকার বই দিল স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস)। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শিবলী সাদিকের হাতে দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই তুলে দেন সংগঠনের নেতারা।

এসময় সংস্থাটির সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক সংগঠন হিসেবে স্থানীয় ক্ষেত্রে সরকারের সাথে শিক্ষা নিয়ে কাজ করার কথা আমাদের। স্থানীয়ভাবে ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে নানাভাবে কাজ করছে সংগঠনটি। আর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) উদ্যোগে নির্মিত কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে বই দেওয়া আমাদের সংগঠন শিক্ষা ক্ষেত্রে কাজ করারই একটি অংশ। কারণ এখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী পাঠকরা বই পড়ার সুযোগ পাবে।’

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, সদস্য দুলাল মোড়ল প্রমুখ।

জানা গেছে, ইউএনও শিবলী সাদিকের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম ও স্থানীয়দের সহযোগীতায় গত বছরের মাঝামাঝি কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার তৈরির উদ্যোগ নেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটি এখন উদ্বোধনের উপেক্ষায়। খুব শীঘ্রই পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/পিএল)