শেরপুরে ৫০০ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ১৩:২৭

শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর আগে ‘ঝিনাইগাতী এসিল্যান্ড ভূমি’ ফেইসবুক আইডিতে লেখার ১৭ ঘন্টার মধ্যে চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ ধরছিলেন। এমন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন এসব জাল জব্দ করেন। পরে তা আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।

এসময় নলকুড়া, গৌরীপুর, ধানশাইল ও ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি কাজ। আমরা এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখব।

(ঢাকাটাটইমস/৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :