‘আ.লীগ কোনো সময় ভাঙচুরের রাজনীতি করেনি’

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজনীতির ভাষা হচ্ছে মাঠে থেকে লড়াই করা। আওয়ামী লীগ দীর্ঘ ২৯ বছর ক্ষমতার বাইরে থেকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও মাঠে থেকে রাজনীতি করেছে। আওয়ামী লীগ কোনো সময় ভাঙচুর-অগ্নিসংযোগের রাজনীতি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি।’

মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় একটি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

একটি দলকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, ‘ওনারা মানুষের কাছে না এসে রেডিও-টেলিভিশনে বক্তৃতা-বিবৃতি দিয়ে রাজনীতি চালিয়ে নিচ্ছেন। এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়। রাজপথে থেকে পথসভা-জনসভা, মিটিং-মিছিল করে জনমত গঠন করা এই প্রক্রিয়ায় ওনারা পিছিয়ে আছেন।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ইতোমধ্যে অনলাইনে মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগির তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে সনদপত্র দেয়া হবে।’

এ সময় নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ডিমলা উপজেলার চেয়ারম্যান তবিবুল ইসলাম,সদর উপজেলার চেয়ারম্যান শাহিদ মাহামুদ, সদর নির্বাহী অফিসার কামরুন নাহার, কান্তিভুষণ কুন্ডু উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :