কাঁদাপানি মাড়িয়ে অর্ধশত পাখি উদ্ধার, ৬ জনের জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৪১ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ২০:৪০

সিংড়ার চলনবিলে শিকারীর হাত থেকে রক্ষা পেয়ে অর্ধশত বকপাখি মুক্ত আকাশে উড়লো। মঙ্গলবার ভোরে বিলের দুর্গম এলাকা থেকে পাখিসহ ছয়জন শিকারীকে আটক করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী কুরবান আলী প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে চলনবিলের গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধানক্ষেতে কলা ও খেজুর পাতার তৈরি পাখি ধরার কিল্লা ঘরে পাখি শিকার হচ্ছে খবর পেয়ে অভিযানে যান পরিবেশকর্মীরা। পরে তিন কিলোমিটার কাঁদাপানি মাড়িয়ে বিলের দুর্গম এলাকা থেকে অর্ধশত বকপাখিসহ ছয়জন পাখিকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

আটকরা হলেন কলিগ্রামের রাশেদুল (২৫), শাহাদৎ হোসেন (১৯), জহুরুল ইসলাম (২৬), বাদশা মিয়া (৪০), রাসেল (১৩) ও গুনাইখাড়া গ্রামের আরজু মন্ডল (৩০)। অভিযানে ভেঙে ফেলা হয় পাখি ধরার প্রায় ৩০টি কিল্লা ঘর। পরে দীঘলগ্রাম ও নলবাতা বাজারে জনসচেতনতায় লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

এদিকে সকাল সাড়ে ১০টায় চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনিতে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :