নাটোরে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যা সংকট

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২১, ২১:২২ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৩

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে জ্বর, সর্দি, কাশি ও  নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। এ অবস্থায় কাছের হাসপাতালগুলোতে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ধারণক্ষমতার দুই-তিনগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকটও দেখা দিয়েছে। ফলে শিশু ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৬০ জন। সোমবার এই সংখ্যা ছিল ৭৫ জন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক দেবাশীষ কুমার রায় জানান, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ও ঠাণ্ডা গরমে শিশুরা দ্রুত ঘেমে যায় এবং ওই ঘাম থেকে শিশুরা জ্বর, সর্দি ও কাশিতে বেশি সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)