সুনামগঞ্জে পূজা কমিটিকে ডিসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
| আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫:১৭ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১২:৫৯

সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্থানীয় পূজা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘আপনারা সব সময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন। মন্দিরের নিরাপত্তায় সর্তক থাকবেন। কেউ যাতে মাদক সেবন করে পূজামণ্ডপে আসতে না পারে সেদিকে সবাই নজর রাখবেন। কোনো সমস্যা হয়নি বা হবে না তা বলা যাবে না। অঘটন ঘটতে পারে এই চিন্তা মাথায় রেখে আপনাদের সর্তকতার সঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে। না হলে মানসিকভাবে মুসলমানরা আঘাত পাবেন। সম্প্রতি ও সৌহার্দ বজায় রেখেই অতীতের মতো এবারও আনন্দ উৎসব পালন করবেন। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও প্রশাসন আপনাদের পাশে আছে থাকবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি আব্দুল লতিফ তরফদার, সহকারী ভূমি কমিশনার আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দোলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলার ৭টি ইউনিয়নের ২৯টি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :