ভৈরবে অস্ত্র-গুলিসহ নৌডাকাত গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪১

কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও চারটি গুলিসহ কুখ্যাত নৌডাকাত মো. শাহিনকে গ্রেপ্তার করছে নৌপুলিশ। তিনি পৌর শহরের কালিপুর উত্তরপাড়ার ১২ নম্বর ওয়ার্ড বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় পৌর শহরের কালীপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিভিন্ন থানার একাধিক নৌডাকাতি মামলার আসামি শাহিনকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান হয়। এতে নেতৃত্ব দেন ভৈরব নৌপুলিশ ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমান।

অভিযানে শাহিনকে দেশীয় তৈরি রিভালবার ও চারটি গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, কুখ্যাত নৌডাকাত শাহিনের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সেসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে ধরতে রাতে অভিযান চালানো হয়। পরে দেশীয় তৈরি অস্ত্র রিভালবার ও চারটি গুলিসহ গ্রেপ্তার করা হয় শাহিনকে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :