‘মাদকমুক্ত রাজনীতি গড়ে তুলতে হবে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪৩

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দন নাছিম বলেছেন, রাজনীতিতে মাদকের ব্যবহার থাকবে না, মাদকমুক্ত রাজনীতি গড়ে তুলতে হবে। তাই রাজনীতিতে মাদককে নিরুৎসাহিত করতে হবে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, স্বেচ্ছাসেবক লীগে মাদকমুক্ত নেতৃত্ব গড়তে নেতৃবৃন্দের ডোপ টেস্ট করা হচ্ছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ১০ জনের ডোপ টেস্ট করা হয়েছে এবং তাদের মধ্য থেকেই মাদকমুক্ত নেতা নির্বাচন করা হবে।

বাহাউদ্দন নাছিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে মাদকের বিরুদ্ধে। তাই সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যারা নির্বাচন দিনে নানা কথা বলেন কখনো তত্ত্বাবধায়ক, কখনো নিরপেক্ষ এ ধরনের কোন শব্দ সংবিধানে নেই। যারা সংবিধানকে বিতর্কিত করেছে, যারা সংবিধানকে পদদলিত করেছে। তারা সংবিধানের পবিত্রতা নষ্ট করেছে। এখন তারা আবার সংবিধানের পতাকা তলে আসছে চাচ্ছে। তারা কার্ফিউ গণতন্ত্রের নামে দেশের সুশাসনের সৃষ্টি করেছে। তারা বাংলাদেশে গোলাম আজম, সাইদী, নিজামী, সালাউদ্দীন কাদেরসহ অনেকে রাজনীতিতে প্রবেশ করিয়েছিল। দেশের লাল-সবুজের জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে পতাকার অসম্মান করেছে। এ অপশক্তির ধারক-বাহকদের আর যাক হোক কোনদিনও জনগণ মেনে নেবে না।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মণ রঞ্জন গুহ।

আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল প্রমুখ।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :