দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষাকারী সেই যুবককে সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:২৯ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৯:৫৬

রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে দেয় এক যুবক। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের কয়েকশতাধিক যাত্রী।

গত ২০ আগস্ট ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুরে বাংলাদেশ রেল বিভাগ রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে পাঁচবিবি রেলওয়ে স্টেশন চত্বরে কোকতারা গ্রামের মৃত আফসার আকন্দের ছেলে নাজির আকন্দকে ট্রেনের যাত্রীসহ ট্রেন থামিয়ে সংবর্ধণা, সম্মাননা স্মারক ও অর্থ সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চালের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ্, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা নাসির উদ্দিন (পাকশী), বিভাগীয় ম্যানেজার শহিদুল ইসলাম (পাকশী), সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান (পাবর্তীপুর) ও পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আউয়ালসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :