পদ্মায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে জরিমানা

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২১, ১৭:৩৭

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুজনের তিন লাখ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পদ্মা নদীতে বালিভর্তি নৌকাসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত বালি উত্তোলনকারীরা পাশের ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আলী হোসেন শেখ ও মোহন শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুজনকে দেড় লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/কেএম)