স্কুলে যাওয়া হলো না শিশু মনিরের

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২১, ২০:০১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনায় দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলে। শিক্ষার্থীরা আনন্দে স্কুলে যাওয়া শুরু করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন (১১) বৃহস্পতিবার স্কুলে যাবে বলে বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। কে জানে এই বের হওয়ায় তার জীবনের শেষ বের হওয়া। ড্রাইভিং লাইসেন্সহীন,  নাম্বারহীন সিএনজির চাপায় স্কুলে আর যাওয়া হলো না মনিরের।

তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জৈনা টু শৈলাট সংযোগ সড়কের গুতারবাজার এলাকায় সড়ক পাড় হওয়ার সময় সিএনজিটি মনিরের ওপর দিয়ে উঠিয়ে দেয়।  ঘটনাস্থলেই নিভে যায় মনিরের জীবন প্রদীপ। স্কুলেও যাওয়া হলো না, বাড়িও ফেরা হলো না মনিরের।

নিহত মনির হোসেন উপজেলার গাজীপুর গ্রামের আসাদুল্লাহর সন্তান।

নিহতের চাচা জুয়েল রানা বলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় মনির হোসেন। এরপর গুতারবাজারে স্থানীয় একটি টং দোকান থেকে চকলেট কিনে রাস্তা পার হওয়ার সময় শৈলাটগামী একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত সিএনজি ও চালককে আটক করেছে।

সিএনজিচালক দুলাল মিয়া টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের রাইজ উদ্দিনের ছেলে। তিনি সাত বছর ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। নেই তার গাড়ির নাম্বার।

সিএনজি চালক বলেন, স্কুল শিক্ষার্থীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি; কিন্তু হঠাৎ দৌড় দেয়ায় গাড়ির নিচে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, দুর্ঘটনায় পরপরই চালক ও সিএনজিকে জনতার হাত থেকে নিয়ে পুলিশে দেয়া হয়েছে।

শ্রীপুর চকপাড়া অস্থায়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক বলেন, সিএনজিচালক ও দুর্ঘটনায় কবলিত সিএনজিসহ থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)