লালমনিরহাট জাতীয় পার্টির কমিটি দিলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২১, ২০:০৩

লালমনিরহাট জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের সঙ্গে বৈঠক করেছেন পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় আহবায়ক বিদিশা এরশাদ। জেলা শহরে জাপার পুনর্গঠন প্রক্রিয়া গতিশীল ও কর্মসূচি বাস্তবায়ন কৌশল বিষয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি ২১ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এ সভা হয়।

বৈঠক পরিচালনা করেন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মামুনুর রশীদ।

এতে লালমনিরহাট জেলা নেতৃবৃন্দকে পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়। এছাড়া দেশব্যাপী দলের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সব নেতাকর্মীদের নির্দেশনার পাশাপাশি কাজ করতে ও অনুরোধ জানানো হয়। লালমনিরহাটে সুবিধাজনক সময় কর্মী সমাবেশ বা জনসভার পরিকল্পনা নিয়েও কথা হয় ওই বৈঠকে।

এতে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, শোয়েব আহমেদ, বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, প্রচার ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত নাফিস মাহবুব, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী।

লালমনিরহাট থেকে আগতদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল মামুন ও জাকির হোসেনসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এআইএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :