ভাটার টানে ভেঙে পড়ল সাতক্ষীরার সেই মসজিদটি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:২৯ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৪৯

সম্প্রতি পানিতে তলিয়ে যাওয়া একটি মসজিদে সাঁতরে গিয়ে নামাজ পড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সেই মসজিদের ইমামের সহযোগিতায় এগিয়ে আসেন অনেকে। তাকে কিনে দেওয়া হয় নৌকা। তবে শেষ রক্ষা হলো না। ভাটার টানে পানি কমার সময় ভেঙে পড়ল মসজিদটি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাত জামে মসজিদটি শুক্রবার বিকালে ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্পানে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এরপর এলাকাবাসী বাঁধটি মেরামত করলেও ঘূর্ণিঝড় ইয়াসের সময় সেটি আবারো ভেঙে মসজিদ পর্যন্ত যায় এবং এর ভেতরেই নদীর জোয়ার-ভাটা শুরু হয়। শুক্রবার সকালে ভাটার সময় মসজিদটি ভেঙে পড়ে।

সম্প্রতি সাঁতরে মসজিদটিতে আজান ও নামাজ আদায় করে ভাইরাল হন ইমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর মসজিদটি হঠাৎ ভেঙে পড়ে। এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পানি ওঠা বন্ধ হলে এখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :