ভোলায় মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:১৮ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১১:১৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী মাহেন্দ্র ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মমিন বোরহানউদ্দিন হাসপাতালে ছেলে ও স্ত্রীকে খাবার খাইয়ে মাহেন্দ্র করে বাড়ি যাচ্ছিলেন। এসময় বোরহানগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ভোলার উদ্দেশ্যে আসা একটি ডাব বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের ভেতরে থাকা মমিন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার সেকেণ্ড কর্মকর্তা এসআই মোহাইমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্র জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও মাহেন্দ্রের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :