খাগড়াছড়িতে সুফলভোগীদের মাঝে রেড ক্রিসেন্টের চেক বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৬:৩৭

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সুফলভোগীদের মাঝে চেক বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট। শনিবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা উপজেলার ১৪০ জনের মাঝে এই চেক বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার আব্দুল আজিজ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, ইউনিট সেক্রেটারি শানে আলম, জেলা ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লাহ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক জেনারেলিস্ট রাকিবুল হাসানসহ অনেকে। এছাড়া রবিবার দীঘিনালা উপজেলার আরও ৬০ জনের মাঝে ৩০ হাজার টাকা হারে চেক বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :