ঠাকুরগাঁওয়ে দাফনের সাড়ে তিন মাস পর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৭:২৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামে দাফনের সাড়ে তিন মাস পর হোসেন আলী (৭৮) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তদন্তের উদ্দেশে রবিবার বেলা সোয়া ১১টায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে পুলিশ কবর খুঁড়ে লামটি উত্তোলন করা হয়।

এসময় রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলী তার নাতি রুহুল আমিনের বাডড়ির বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এরপর ৩ জুলাই ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন তার মেয়ে মাহমুদা খাতুন । এরই প্রেক্ষিতে লাশ উত্তোলন করে পুলিশ ।

ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :