হেঁটে হজ করা সেই মহি উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১১:৪০

হেঁটে হজ করা দিনাজপুরের শতবর্ষী বৃদ্ধা মহি উদ্দীন মারা গেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে শেষ নিশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহি উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান।

মহি উদ্দীন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে। তিনি জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম।

সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা হবে। পরে রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ১১৫ বছরে মারা যাওয়া মহি উদ্দিনকে।

১৯৬৮ সালে দিনাজপুর থেকে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মহি উদ্দিন। হজ করে বাড়ি ফিরতে তার সময় লেগেছিল দেড় বছর। দীর্ঘ এই সময়ে তিনি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। সফর করেন ৩০টি দেশ। হজে যেতে পাসপোর্ট ও ভিসা করতে তার খরচ হয়েছিল ১২০০ টাকা।

ঢাকাটাইমস/১১অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :