ঠাকুরগাঁওয়ে পূজার শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ১১ অক্টোবর ২০২১, ১৫:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১৫:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পূজার শাড়ি না পেয়ে স্বামীর ওপর অভিমান করে দিতি রাণী (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি নাপিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিতি রাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।
প্রতিবেশিরা জানায়, গত দুই মাস আগে নিজের বড় বোনের দেবরের সঙ্গে পালিয়ে বিয়ে করেন দিতি রানী। রবিবার তারা পূজোর কেনাকাটা করতে ভূল্লী বাজারে যান। সেখানে দিতি স্বামীর কাছে দামি শাড়ি চান। শাড়ি কিনে না দেওয়ায়  বাড়িতে এসে দুজনের মাঝে  ঝগড়া হয়।

পরে স্বামীর ওপর অভিমান করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় দিতি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর  হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে  রেফার্ড করা হয়।  রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর ইসলামঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএ)