পুলিশের প্রচেষ্টায় মায়ের কোলে ফিরল তৃষ্ণা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৭:১১

হারিয়ে যাওয়া গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার লখাইচর গ্রামের ১১ বছর বয়সী তৃষ্ণাকে ফিরে পেয়ে মা কাকলী বেগমসহ পরিবারের সদস্যরা হয়েছেন মহাখুশি। রবিবার বিকালে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তৃষ্ণাকে তার মায়ের হাতে তুলে দিয়েছেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানিয়েছেন, গত শনিবার রাত ৯টার দিকে তৃষ্ণাকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ চেয়ারম্যানের বাড়ির আশপাশে ঘোড়াঘুড়ি করা অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা।

পরবর্তীতে শিশুটির পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়। রবিবার বিকালে তার মা ও ফুপা শফিফুল ইসলাম মুন্সি ও রফিকুল ইসলাম মুন্সির হাতে তুলে দেয়া হয়।

তৃষ্ণার ফুপা শফিকুল ইসলাম মুন্সি বলেন, পাঁচদিন আগে তৃষ্ণা তার ফরিদপুরের ভাঙ্গার বাসায় বেড়াতে আসে। বেড়ানো শেষে শনিবার দুপুরে তৃষ্ণাকে একটি বাসে তুলে দেন নিজ বাড়ির সামনে নামার জন্য। এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।

তৃষ্ণার মা কাকলী বেগম বলেন, তিনি দুই কন্যা সন্তানের মা। তার স্বামী আজাদ মুন্সি কয়েক বছর আগে মারা গেছেন। তৃষ্ণা তার ছোট মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসায় সে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। তৃষ্ণার ফুপা শফিকুল ইসলাম মুন্সি তৃষ্ণাকে বাসে তুলে দিয়েই কাকলীকে ফোন করেন এবং বাড়ির সামনে থেকে তৃষ্ণাকে নামিয়ে রাখতে বলেন। তবে তৃষ্ণাকে আর পাওয়া যাচ্ছিল না।

ররিবার সকালে রাজবাড়ী থানা থেকে ফোন করে তৃষ্ণাকে পাওয়ার বিষয়টি জানায়। এ কারণে তারা রাজবাড়ী থানায় এসে তৃষ্ণাকে নিয়ে যাচ্ছেন। তৃষ্ণাকে ফিরে পেয়ে তিনি রাজবাড়ী থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :