কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ | ১১ অক্টোবর ২০২১, ১৭:৪৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১৮:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দাখিলের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় মামলাটি দায়ের করা হয়। সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশিদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন।

ওই কর্মকর্তার ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার তথ্য গোপন করেন বলে এজাহারে বলা হয়, অবৈধভাবে অর্জিত এই ও গোপন করা ওই সম্পদ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মামলার এজাহার উল্লেখ আছে।

ঢাকাটাইমস/১১অক্টোবর/এসআর