নয় দিনে টিকিটবিহীন সাড়ে ৬ হাজার ট্রেনযাত্রীর জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
| আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:১৩ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ২১:০১

রেলওয়ে পশ্চিম বিভাগের বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে টিকিট না থাকায় ছয় হাজার ৬৫৫ জনের কাছ থেকে ভাড়াসহ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ জরিমানা আদায় করা হয়। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রেলওয়ের বিশেষ টাস্কফোর্স পশ্চিম বিভাগের বিভিন্ন ট্রেনে এ অভিযান চালায়।

অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য সাগরদাঁড়ি এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত বগি যোগ করে চালানো হয়। এ সুযোগে অনেকেই টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ সুবিধা নেয়ার চেষ্টা করে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও টাস্কফোর্সের সমন্বয়ক নাসির উদ্দিন সোমবার আনুষ্ঠানিকভাবে জরিমানার তথ্য জানান। রেলওয়ে পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশনে এবং ট্রেনে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :