সাড়ে আট লাখে এক কাপ বিশ্বের সবচেয়ে দামি চা!

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১, ১৮:২১

বিশ্বে অনেক খবরই মানুষকে অবাক করে তোলে। কোনো কোনো ঘটনার খবর শুনে চোখ উঠে কপালে। এমনই একটি খবর চীনের ‘দা হোং পাও’ নামের একটি চায়ের। সোনার চেয়েও দামি হিসেবে পরিচিত চীনের এই চা এক কাপ খেতে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট লাখ টাকা। অর্থাৎ এই চায়ের এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি!

চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয়। তবে এই চায়ের এতো দামের পেছনে অন্যতম কারণ হলো সারা বিশ্বের মধ্যে একমাত্র চীনেই এই চায়ের ছয়টি গাছ রয়েছে। বিরল ও উৎকৃষ্ট মানের জন্য এই চা ‘রাজা’ বলেও চায়ের জগতে পরিচিত।

২০০৬ সালে এই ছয়টি চা গাছের প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে চীন সরকার। এক কেজি এই চায়ের দাম প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকা। তিনশ বছর ধরে চীনে চাষ হওয়া এই চা মাটির পাত্রে বিশুদ্ধ পানিতে বানাতে হয়।

সুগন্ধের জন্যও আলাদা কদর থাকা এই চায়ে স্বাস্থ্যের জন্য উপকারী ক্যাফেইন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড রয়েছে। পাশাপাশি প্রতিদিন এই চা পানে ত্বকও ভাল থাকে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :