বলিউড অভিনেত্রী কাজলের পুজার সাজসজ্জা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৮

ফিচার ডেস্ক, ঢাকটাইমস

দুর্গাপুজার সময়ে বলিউড অভিনেত্রী কাজল বাঙালি নারীদের মতো সাজেন। পরেন শাড়ি। সঙ্গে থাকে সোনার গয়না। কাজলের সাজ দেখে বহু বঙ্গ নারীই মুগ্ধ হন। কিন্তু কী এমন করেন কাজল, যাতে একেবারে বদলে যায় তার চেহারা? সাজেই ফুটে ওঠে উৎসবের মেজাজ। অভিনেত্রীর পুজার রূপটান থেকে কয়েকটি জিনিস শিখে নেওয়া যাক।

 

১) মেকআপের বেস যেন হয় খুবই ভাল মানের। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।

 

২) বেস মেকআপ ভাল করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

 

৩) গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।

 

৪) ত্বকে নানা ধরনের দাগ থাকেই। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কন্সিলার ব্যবহার করুন।

 

৫) দুর্গাপুজায় মোটা করে কাজল পরলে বেশ দেখায়। তা ভালই জানেন কাজল।

 

৬) আইশ্যাডো এ সময়ে লাল ঘেঁষা হলে ভালো দেখাবে।

 

৭) রূপটানের যত্নে ভাল ভাবে পাউডার ব্যবহার করুন।

 

৮) বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।

 

কাজলের সাজ দেখিয়ে দেয়, বছরের এই সময়টিতে সহজেই নিজের চেহারায় ফুটিয়ে তোলা যায় উৎসবের আনন্দ।

 

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজেড)