বলিউড অভিনেত্রী কাজলের পুজার সাজসজ্জা

ফিচার ডেস্ক, ঢাকটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৮ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৫

দুর্গাপুজার সময়ে বলিউড অভিনেত্রী কাজল বাঙালি নারীদের মতো সাজেন। পরেন শাড়ি। সঙ্গে থাকে সোনার গয়না। কাজলের সাজ দেখে বহু বঙ্গ নারীই মুগ্ধ হন। কিন্তু কী এমন করেন কাজল, যাতে একেবারে বদলে যায় তার চেহারা? সাজেই ফুটে ওঠে উৎসবের মেজাজ। অভিনেত্রীর পুজার রূপটান থেকে কয়েকটি জিনিস শিখে নেওয়া যাক।

১) মেকআপের বেস যেন হয় খুবই ভাল মানের। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।

২) বেস মেকআপ ভাল করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

৩) গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।

৪) ত্বকে নানা ধরনের দাগ থাকেই। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কন্সিলার ব্যবহার করুন।

৫) দুর্গাপুজায় মোটা করে কাজল পরলে বেশ দেখায়। তা ভালই জানেন কাজল।

৬) আইশ্যাডো এ সময়ে লাল ঘেঁষা হলে ভালো দেখাবে।

৭) রূপটানের যত্নে ভাল ভাবে পাউডার ব্যবহার করুন।

৮) বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।

কাজলের সাজ দেখিয়ে দেয়, বছরের এই সময়টিতে সহজেই নিজের চেহারায় ফুটিয়ে তোলা যায় উৎসবের আনন্দ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

কিডনি রোগ বাড়ছে শিশুদেরও! যেসব লক্ষণ দেখলেই সতর্কতা জরুরি

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

এই বিভাগের সব খবর

শিরোনাম :