চাঁপাইনবাবগঞ্জ ২৮ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২১, ১৪:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

র‌্যাবের পৃথক দুটি অভিযানে ১১ কেজি চা পাতা ও ২৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর রেলগেট এলাকায় এবং রাজশাহীর গোদাগাড়ী হাটপাড়া এলাকায় দুইটি পৃথক অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। গ্রেপ্তাররা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার আব্দুর রাজ্জাক ও একই এলাকার সুমন আলী এবং একই উপজেলার কানসাট বাগদূর্গাপুর এলাকার সেলিম রেজা ও তার ভাই আশরাফুল আলম।

মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় রেলগেট এলাকায় এবং রাত ২টায় গোদাগাড়ীর হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে চা পাতা ও গাঁজাসহ ওই চারজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।

র‌্যাব জানায়, আসামিরা বিশেষ কায়দায় প্যাকেটজাত চায়ের সঙ্গে এবং ট্রাকের ভেতর সুকৌশলে গাঁজাগুলো ভারত থেকে কুমিল্লা ও কুড়িগ্রাম হয়ে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসার পথে র‌্যাবের অভিযানে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে মাদক কাপরবারের সঙ্গে জড়িত।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)