প্রশ্নবিদ্ধ রেফারিংয়ে ম্যাচে ফিরল নেপাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২০:৫৫ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৮:৫৫

সাফ চ্যাম্পিয়নশিপে ১৬ বছর পর ফাইনালে ওঠার হাতছানিটা শেষ করে দিল শেষ সময়ের পেনাল্টি। ৮০ মিনিটে আনিসুর রহমান জিকো লাল কার্ড দেখার পর নির্ধারিত সময়ের ৪ মিনিটের আগে বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাশি বাজায় রেফারি।

হিমালয়ের দেশ নেপালের প্রথমবারের মতো ফাইনালে উঠতে ড্র করলেই চলবে। অন্যদিকে আসরটিতে চতুর্থবারের মতো ফাইনালে উঠতে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। অস্কার ব্রুজোনের শিষ্যদের সামনে আপাতত নেপালের বাধা।

বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ , টুটল হোসেন বাদশা , জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও সুমন রেজা।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এমএম/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :