মির্জাপুরে সরকারি গাছ কাটা মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২১, ১৯:৪৭

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলার আনাইতারা ইউনিয়নের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে জেলহাজতে পাঠান।

জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষ্মীনদা গ্রামে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের হামিদুর রহমান ওরফে বাবুকে আটক করে পুলিশ। ১৯ জুলাই এ বিষয়ে মির্জাপুর থানায় মামলা হয়। পরে আদালতে হামিদুর রহমান বাবু গাছ কাটার সঙ্গে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন জড়িত বলে স্বীকারোক্তি দেন।

এদিকে নাজিম বকসী ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। বুধবার তারা টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির হলে বিচারক মাসউদ হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সরকারি পক্ষের পিপি মোতালেব মিয়া তাদের জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)