নরওয়েতে মার্কেটে তীর-ধনুক দিয়ে হামলা, নিহত ৫

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ০৮:৩৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নরওয়ের একটি মার্কেটে তীর-ধনুক নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। হামলায় পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

ব্রিটিশ গণমাধ্যমটির খবরে বলা হয়, এক ব্যক্তির ছোড়া তীরের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। তাকে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে তারা ক্রেতা বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই নরওয়ে পুলিশ অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে।

পুলিশ কর্মকর্তা ওয়েভিন্দ আস বলেন, যাকে আটক করা হয়েছে তিনিই হামলার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা করছেন। ঘটনাটি সন্ত্রাসী হামলা কি-না দেশটির পুলিশ তা তদন্ত করে দেখবে।

কংসবার্গের মেয়র কারি অ্যানি স্যান্ড বলেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এটি তাদের জন্য দুঃখজনক ঘটনা। আমার বলার কোনো ভাষা নেই।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর