১৪ বছরের বন্ধুত্ব পর্দায় কাজে লাগাবেন নাঈম-মিথিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১২:২৬

ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা এফ এস নাঈম ও রাফিয়াত রশীদ মিথিলা। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তারা। আলাদাভাবে বড় পর্দায় কাজের অভিজ্ঞতাও রয়েছে তাদের। পেশাগত কাজের বাইরে নাঈম ও মিথিলার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই বন্ধুত্ব এবার রুপালি পর্দায় কাজে লাগাবেন তারা। একসঙ্গে কাজ করতে চলেছেন ‘জলে জ্বলে তারা’ নামে একটি ছবিতে।

এই ছবিটি ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন। পরিচালনার চেয়ারে আছেন অরুণ চৌধুরী। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাঈম ও মিথিলা জুটি। এটি তাদের একসঙ্গে প্রথম ছবি হতে চলেছে। শুটিং হবে মানিকগঞ্জে। বৃহস্পতিবার গোটা টিম সেখানে পৌঁছাবে। সব প্রস্তুতি শেষে শুক্রবার থেকে শুরু হবে শুটিং।

ছবিটির প্রধান দুই চরিত্রের মধ্যে মিথিলা বর্তমানে নিয়মিত বড় পর্দায় কাজ করছেন। অন্যদিকে নাঈম ২০১১ সালে ‘জাগো’ নামে একটি ছবিতে প্রথম এবং শেষবার অভিনয় করেছিলেন। ১০ বছর ফের তিনি চলচ্চিত্রে। এ প্রসঙ্গে নাঈম জানান, ‘কোনো সিনেমার চিত্রনাট্য বা গল্পে সন্তুষ্ট হতে পারছিলাম না। তাই অপেক্ষায় ছিলাম। ফলও পেলাম।’

অভিনেতা বলেন, ‘মাসখানেক আগে ছবির চিত্রনাট্য হাতে পাই। সেটি পড়ে মনে হলো, প্রথম সিনেমা করার পর এই ১০ বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম, সেটা এই সিনেমার জন্যই। সিনেমাটির জন্য এখন পুরো লুক বদলে ফেলেছি। ফেসবুকে ছবিও দিয়েছিলাম। সবাই বলছিল নতুন নাঈম। তবে আমি মুখ বন্ধ করে ছিলাম। শুধু রিহার্সালটাই করে গেছি।’

মিথিলার সঙ্গে কাজ প্রসঙ্গে নাঈম বলেন, ২০০৭ সাল থেকে আমরা একে অন্যকে চিনি। ১৪ বছরের বন্ধুত্ব। তখন দুজনে গান নিয়ে ব্যস্ত ছিলাম। এবার বড় পর্দায় অভিনয় করছি। আমরা যখন চিত্রনাট্য পড়ি, তখন রোমান্টিক হোক বা স্যাড- যেকোনো দৃশ্য এলেই প্রচুর হাসতাম। দুজন অনেক মজা করেছি। কাজটাও মজা করেই শেষ করতে চাই।’

তবে এত কিছু বললেও ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কিছু জানাননি নাঈম। শুধু বলেন, বাংলাদেশে এর আগে এ ধরনের চরিত্র সচরাচর দেখা যায়নি। নাঈম-মিথিলা ছাড়াও ‘জলে জ্বলে তারা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম ও নূর ইমরান মিঠু। ছবির দুটি গানে কণ্ঠ দেবেন কুমার বিশ্বজিৎ ও ইমরান।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :