বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ার্ম আপ ম্যাচ

বোলিংয়ে টাইগারদের বাজে শুরু, একাদশে মোস্তাফিজ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১২:৪৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছেন লিটন কুমার দাশের দল। তবে টাইগার বোলাররা খুব ভালো শুরু এনে দিতে পারেননি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৯ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৭২ রান। ক্রিজে গ্রেথ ডিলানি ১১ বলে ২০ রান নিয়ে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন জর্জ ডকরেল (৩)। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। 

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্তিতে আজও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাশ। আইপিএলের প্রস্তুতি সেরে একাদশে ফেরা মোস্তাফিজ রয়েছেন একাদশে। বিশ্রামে রাখা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

গত ১২ অক্টোবর প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। অবশ্য তারও আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছিল তারা।

আজ আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে স্থানীয় সময় রাত নয়টার দিকে ওমানের উদ্দেশ্যে আমিরাত ছাড়বে বাংলাদেশ দল। ওমানে পৌঁছে মাহমুদউল্লাহদের লাগবে না রুম কোয়ারেন্টাইন। 

১৭ অক্টোবর গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে টাইগাররা। ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচে ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে সাকিব-রিয়াদরা। বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে।

বাংলাদেশের দল: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এইচএন)