হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১২:৫৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১৩:৪৫

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার একটি পূজামণ্ডপে ‘কোরআন শরিফ অবমাননার’ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে হামলার ঘটনায় উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রাত ১১টা থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

কুমিল্লার ঘটনায় গতকাল রাত আটটার দিকে হাজীগঞ্জ পৌর এলাকায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে লক্ষ্মীনারায়ণ আখড়ায় ঢিল ছোড়া হয়। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।

সংঘর্ষের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একইসঙ্গে বুধবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর