নভেম্বরে বাংলাদেশকে আরও টিকা দেবে জাপান

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৩:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও টিকা পাঠাবে জাপান। গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা উপহার দিয়েছে জাপান।

১৪ অক্টোবর বৃহস্পতিবার  সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো নাওকি ইতো টিকা প্রাপ্তির বিষয়টি জানান। 

এই সময় জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। 

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন,  ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর সফল হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা প্রয়োজন।

ইতো নাওকি আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ থাকা জরুরি। সেখানে সেনা অভ্যুত্থানের কারণে খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে।

ইতো নাওকি জানান, করোনার টিকা ছাড়াও সন্ত্রাসবাদ দমনে সহায়ক নানা ধরনের উপহার সামগ্রী বাংলাদেশকে দেবে জাপান।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজেড)