সাউথইস্ট ব্যাংক ৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ৭০০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সাউথইস্ট ব্যাংক বন্ড ইস্যু করে ৭০০ কোটি টাকা উত্তোলন করার মাধ্যমে টায়ার-১ এর শর্ত পরিপালন করবে।

তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই সাউথইস্ট ব্যাংক বন্ড ছাড়বে।শেয়ারবাজারে ২০০০ সালে সাউথইস্ট ব্যাংক তালিকাভুক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসকেএস/জেবি)