আবারও ব্যর্থ টপ অর্ডার, চাপে বাংলাদেশ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৪:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১৪:৫৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টিতে মুশফিকের ব্যাটে রান নেই তাও প্রায় দুই বছর হতে চলল। বিশ্বকাপের আগে নিজের ফর্মে ফিরতে ঐচ্ছিক অনুশীলনের পাশাপাশি খেলেছেন ‘এ’ দলের হয়েও। তবে ব্যর্থতার বৃত্তেই ঘুরছেন ‘মি. ডিপেন্ডঅ্যাবল খ্যাত’ মুশফিকুর রহিম। ওমান ‘এ’ দল ও শ্রীলংকার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও রাখতে পারেননি ভরসার দাম!

শুধু মুশফিকই নয়, আইরিশদের বিপক্ষে বড় লক্ষ্যে খেলতে নেমে আজও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার লিটন কুমার দাশ (১) ও মোহাম্মদ নাঈম (৩)। দলীয় ১৫ রান তুলতেই টাইগাররা হারায় টপ অর্ডারের তিন উইকেট। ভালো শুরু পরেও আফিফ হোসেন (১৬ বলে ১৭ রান) ফেরেন ক্যাচ দিয়ে। 

১৭৮ রানের লক্ষ্যে নেমে ধীরগতিতে রান তোলে বাংলাদেশ দল। পাওয়ার প্লেতেই তারা হারায় তিন উইকেট। আইরিশদের হয়ে ২ ওভারে ১১ রান দিয়ে ২ উিইকেট শিকার করেছেন ক্রেগ ইয়ং। একটি করে উইকেট নিয়েছেন জসুয়া লিটল ও বেনজামিন হোয়াইট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৬১ রান। ৬ উইকেট হাতে থাকা টাইগারদের ৬৩ বলে প্রয়োজন ১১০ রান। ক্রিজে ২৪ বলে ৩১ রান নিয়ে আছেন সৌম্য সরকার ও ৭ রান নিয়ে নুরুল হাসান।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে খরুচে ছিল টাইগার বোলাররা। আইরিশদের ম্যাচে তিনে নামা গ্রেথ ডিলানি ৫০ বলে খেলেছেন ঝড়ো ৮৮ রানের ইনিংস। ৮টি ছক্কার পাশাপাশি তিনি মেরেছেন তিনটি চার। এছাড়া শুরুর দিকে ব্যাট হাতে ১৬ বলে ২২ রান করেন পল স্টারলিং। অধিনায়ক অ্যান্ড্রু বিলিবার্নি খেলেন ২৫ রানের ইনিংস। শেষের দিকে ২৩ বলে ২৩ রানে টেক্টরের ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান করে আইরিশরা।

বোলিংয়ে বাংলাদেশের বাজে দিনে উজ্জল ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। ৩ ওভারে ৩৩ রান দিয়ে অন্য উইকেটটি নিয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ৪০ রান দিয়েছেন মোস্তাফিজ। ৪১ রান দিয়েছেন শরিফুল ইসলাম। ৩ ওভারে দারুণ ইকোনোমিকাল ছিলেন মেহেদি হাসান। ৫ গড়ে টাইগার অলরাউন্ডার দিয়েছেন মাত্র ১৫ রান।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এইচএন)