দাম বৃদ্ধির শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৫:৫৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টির বা ৩০.৩১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন বুধবার আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর সর্বশেষ দর দাঁড়ায় ২০ টাকা ৬০ পয়সায় ।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিয়ের ৮.১৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৪২ শতাংশ, ফরচুন সুজের ৭.২১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.১৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.০৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.৯৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.২২ শতাংশ দর বেড়েছে।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসকেএস