‘স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে’

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৩২ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৬:১৩

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তারাই কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখার কাজটি করেছে। কোন পাগলে বলবে, কোরআন শরীফ নিয়ে হিন্দুরা তাদের পূজা করে, তাদের সঙ্গে আমাদের আল কোরআনের কি সর্ম্পক।’

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। ’

জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রাক্তন জেলা প্রশাসক শহীদ মুক্তিযোদ্ধা কন্যা ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যামান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন প্রধান, সায়খুল ইসলাম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ। এতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। জাতির পিতাসহ তার পরিবারের প্রতি শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। দুই কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৫৪০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমপ্লেক্স ভবন নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :