‘নির্বাচন সামনে রেখে সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে’

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৬:১৮

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রুখে দাঁড়াতে হবে যারা সম্প্রীতি নষ্ট করতে চায়। এরা দেশের শত্রু, মানবতার শত্রু। এদের কোনো সমাজ নেই, এদের কোনো ধর্ম নেই।’

বৃহস্পতিবার শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বেগম আমেনা রওশন মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের ঢেউটিন ও অর্থ সহায়তা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সখিপুর থানার ৪১ জনকে দুই বান্ডেল করে ঢেউটিন ও প্রত্যেককে ছয় হাজার নগদ টাকা দেওয়া হয়।

এনামুল হক শামীম বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশবিরোধী অশুভ চক্র। তারা দেশে সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, কো-সেক্রেটারি ইপসিতা আশরাফী হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :