সাউথইস্ট ব্যাংকের ‘জে.পি. মরগান অ্যাওয়ার্ড’ অর্জন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৭:৩৯

ঢাকাটাইমস ডেস্ক

সাউথইস্ট ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্রভিত্তিক জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ এর ‘ইউএস ডলার ক্লিয়ারিং এমটি-১০৩ স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। সম্পদের ভিত্তিতে জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম ব্যাংক। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. এর বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক এবং ট্রেজারি সার্ভিস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান সাজ্জাদ আনামের কাছ থেকে সনদপত্র ও স্মারক গ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংকের কঠোর স্ট্রেইট থ্রো প্রসেসিং (এস টি পি) মানদণ্ড মেনে এমটি-১০৩ প্রক্রিয়াকরণে ৯৮ দশমিক ৯৫ ভাগ এসটিপি বজায় রাখতে সক্ষম হয়। এই উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে সাউথইস্ট ব্যাংক এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)