স্ত্রীকে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৭

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার কোনাগাঁও গ্রামে অনৈতিক কাজের অভিযোগ তুলে নিজ স্ত্রী ও এক তরুণকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভিংরাজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার ভিংরাজকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার রাতে ভিংরাজ মিয়া, তার বাবা আব্দুস ছামাদ ও ভাই ধুপরাজ মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর পুলিশ গ্রেপ্তার করে ভিংরাজকে। এর আগে গত সোমবার রাত ১১টায় চুনারুঘাট উপজেলায় কোনাগাঁও গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গৃহবধূ ও তরুণের শিকলবন্দী কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, আব্দুস ছামাদ তার পুত্রবধূ ও তাদের নিকটাত্মীয় ওই তরুণের হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মারধরও করা হয়। এরপর গত মঙ্গলবার সকালে দুইজনকে শিকল দিয়ে বেঁধে টেনে-হিঁচরে গাজীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের আবারও পরিবারের জিম্মায় দেন।

এদিকে ভুক্তভোগী ওই তরুণের মায়ের অভিযোগ, তার ছেলে নির্দোষ। তাকে মিথ্যা ঘটনায় জড়ানো হয়েছে। তিনি এর সুবিচার কামনা করেন।

এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, ছামাদ মিয়া তার পুত্রবধূ ও তরুণের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে আমার এখানে নিয়ে আসেন। মেয়েটি এক বাচ্চার মা। পরে দুইজনকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছি। ছামাদ মিয়ার অভিযোগ সত্য কি না বিষয়টি সামাজিকভাবে বসে খতিয়ে দেখা হবে।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, এ ঘটনায় অভিযুক্ত ভিংরাজকে গ্রেপ্তারর করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :