মুসলিম বিশ্বের নোবেল ‘মোস্তফা’ পুরস্কার পেলেন জাহিদ হাসান

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৮:৩৮

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পদার্থবিজ্ঞানে অবদানের জন্য ওআইসির ‘মোস্তফা পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান। তিনি ইরানের বিজ্ঞানী কামরুন ওয়াফার সঙ্গে যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হন। বুধবার ইরানে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা)।

সাবেক মন্ত্রী ও সাংসদ  প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলীর সন্তান সাংসদ অধ্যাপক রুমানা আলী টুসীর বড় ভাই ড. এম জাহিদ হাসান তাপস যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসিতে প্রথম স্থান অধিকার করেন।

তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, ন্যানোটেকনোলজিসহ চারটি ক্যাটাগরিতে অবদানের জন্য প্রতি বছর অক্টোবরে ‘মোস্তফা পুরস্কার’ ঘোষণা করা হয়। মহানবী মোস্তফার (সা.) নামে ২০১৫ সাল থেকে ঘোষিত এই পুরস্কারকে বলা হয় মুসলিম বিশ্বের নোবেল।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)