আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৪৭

ঢাকার আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার অ্যালায়ান্স নিট কম্পোজিট লিমিটেড নামে একটি ফেব্রিক্স তৈরির ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে খাবারের বিরতি শেষে শ্রমিকরা কারখানায় ফেরত আসার পর হঠাৎ করে কারখানাটির একটি ফ্যাব্রিক্সের গোডাউনের মাঝে আগুনের শিখা এবং ধোঁয়া দেখতে পায়।

পরে কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় গোডাউন থেকে কাপড়ের বান্ডিলগুলো বাইরে বের করে আনায় এবং পানি ও অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহারে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডে কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কোন সাক্ষাৎকার দিতে রাজি হননি। সংবাদ সংগ্রহে যাওয়া বেশ কজন গণমাধ্যমকর্মী কারখানাটির এক কর্মকর্তা ও সিকিউরিটি অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে তাদের লাঞ্চিত করার অভিযোগ তুলেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :