ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়!

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৯:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের কোচ রবি শাস্ত্রী সহ বাকি কোচিং স্টাফদেরও পরিবর্তন করা হবে বলে খবর হয়েছিল। আর সে লক্ষ্যে জোরালো ভাবে নতুন কোচ খুঁজছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কোহলি-রোহিতদের কোচ হতে ইতোমধ্যে অনেকের নাম শোনা গেছে। এবার এলো সাবেক ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের নাম।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ড ভারত সফর করবে। সেখানে কিউইদের বিপক্ষে মেন ইন ব্লুদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন দ্রাবিড়। এমনই খবর দিচ্ছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম। 

রবি শাস্ত্রীর পর ভারতের কোচ হওয়ার লক্ষ্যে প্রথমে ভারতীয় অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণের নাম শোনা গিয়েছিল। পরে কোহলিদের কোচিং হিসেবে  এসেছিল মাহেলা জয়াবর্ধনের নামও। কিন্তু ভারতের কোচ হতে চাননা মাহেলা। তাই বিদেশি কোচের দিকে ঝুঁকেছে ভারত বোর্ড। সে লক্ষ্যে আবেদনও জমা পড়েছে অনেক। তবে উপযুক্ত কাউকে বাছতে সময়ের প্রয়োজন হচ্ছে। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন একজন অন্তবর্তীকালীন কোচ হিসেবে দ্রাবিড়কে নিয়োগ দেওয়ার ব্যাপারে।

ভারত বোর্ডের সূত্রের দাবি, ‘আমরা চেয়েছিলাম, যে প্রার্থীকে আমরা চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত। আমরা এমন পরিস্থিতি চাইনি, যেখানে অনেক আবেদনপত্র জমা পড়বে, অথচ কেউই উপযুক্ত হবে না। এটি বোর্ড এবং প্রার্থীদের জন্যও বিব্রতকর। তাই আগে একজন উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া ভালো, ততক্ষণ পর্যন্ত দ্রাবিড় অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন।’

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এইচএন)