সম্প্রীতির বাংলাদেশে অশুভ শক্তির ঠাঁই নেই: আমু

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৯:৩৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১৯:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী কোনো অশুভ শক্তির ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেছেন, আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

কুমিল্লায় একটি মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে আমু বলেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার নানুয়া দিঘীর ঘটনা ঘটিয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, সেই অপশক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধ পরিকর।

আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির ঠাঁই হবে না সম্প্রীতির এই বাংলাদেশে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/ইএস