ফেনীতে লরিচাপায় প্রাণ হারালেন তিন শ্রমিক

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ০৯:০৪

ফেনীর ছাগলনাইয়ায় কন্টেইনারবাহী একটি লরির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একটি জুতার কারখানায় কাজ করা তিন শ্রমিক। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ সমিতি বাজারের পাশে বিসিক রাস্তার মাথায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মোশারফ হোসেন, মো. সাজু ও জহিরুল ইসলাম। তিনজনই যুবক বয়সী। আহত দুইজনের নামপরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই বিসিক শিল্প এলাকার একটি জুতার কারখানার শ্রমিক।

জানা গেছে, রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ সমিতি বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম ভূঁইঞা বলেন, চালকসহ লরিটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :