প্রবাসীদের সম্পদ রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ১৫:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মতো প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইডস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইডের বাংলাদেশ প্লাজায়  এইচআরপিবি যুক্তরাষ্ট্র শাখার প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমন দাবি করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নিউইয়র্ক শাখার সভাপতি আইনজীবী মোহাম্মদ আলি বাবুল।

মনজিল মোরসেদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতায় এগুলো সমাধানে তেমন অগ্রগতি নেই। প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাহিরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যার প্রভাব অর্থনীতিতে পড়বে।’

প্রবাসীদের সমস্যা সমাধানে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক হওয়ার অনুরোধের পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানে সোচ্চার হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভা পরিচালনা করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া। সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারী ও জাহাঙ্গীর হোসেন, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, অ্যাডভোকেট নুর ফাতেমা, মুক্তিযোদ্বা আলতাফ হোসেন, মোবারক হোসেইন, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী, এম রহমান কিবরিয়া প্রমুখ। সভায় বিভিন্ন প্রবাসী ভুক্তভোগী দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা বর্ণনা করেন ও প্রতিকার দাবি করেন।

সভা শেষে সংগঠনটির নিউইয়র্ক শাখার নুতন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট ম জাকির মিয়া। এছাড়া সহসভাপতি আবদুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম. রহমান কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট আসলাম খান, অ্যাডভোকেট শাহ ফরিদ, মুহম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চৌধুরি, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরি, মনিজা রহমান, অ্যাডভোকেট নুর ফাতেমা, অ্যাডভোকেট রেদওয়ান রাজ্জাক এবং রিনা আবেদিন।

উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ আলি বাবুল, অ্যাটর্নি অশোক কে কর্মকার, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, অ্যাডভোকেট মুজিবর রহমান, মাহবুবুর রহমান চৌধুরি ও মো. শহিদুজ্জামান।

ঢাকাটাইম/১৫অক্টোবর/এআইএম/এমআর