যমুনায় মা ইলিশ ধরার অভিযোগে জেল-জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ১৮:২৭

মা ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামে দুই জেলেকে ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সালাম মিয়া উপজেলার চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রি চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ঢাকাটাইমসকে জানান, মাছ ধরার অভিযোগে দুজনকে এক হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাধা দেওয়ায় একজনের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ৫০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :