চোরের জন্য দেয়া বিদ্যুতের ফাঁদে বৃদ্ধের মৃত্যু

ভোলার সদর উপজেলায় চোরের জন্য দেয়া মৎস্য খামারের বিদ্যুতের ফাঁদে জড়িয়ে আবু সাঈদ (৬৮) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে ওই উপজেলার গাছারীর মোড় এলাকার আবুল কালামের মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একজন গরিব কৃষক ছিলেন। তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় চর হোসেন এলাকার জমিতে ঘাস কাটতে যায় আবু সাঈদ । যাওয়ার পথে আবুল কালামের মৎস্য খামারে বিদ্যুতের তার দিয়ে পেতে রাখা ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানায়, স্থানীয় আবুল কালাম, মো. মহসিন ও রিপনসহ ওই এলাকার কয়েকজন মিলে এ মৎস্য খামার গড়ে তোলে। খামারে চোরের উপদ্রব রুখতে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পেতে রাখেন তারা। প্রতিদিন রাতে ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করে সকালে তা বন্ধ করে দেয়। কিন্তু শুক্রবার সকাল আটটা বাজলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। তাই ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আবু সাঈদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য আবুল কালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর থানার আওতাধীন ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/পিএল)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের লাঠিপেটা: আরও ৫ পুলিশ প্রত্যাহার

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন আরএমপির কমিশনার

বরগুনায় ছাত্রলীগের দ্বন্দ্বের সুযোগ নিলো পুলিশ

বগুড়ায় প্রেমিকের মোটরসাইকেল ছিনতাই, প্রেমিকা গ্রেপ্তার

বেশি দামে ডিম বেচায় জরিমানার মুখে ব্যবসায়ী

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৬৮ অবৈধ দখলদারকে উচ্ছেদ

জুট মিলের রোলারে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিটি পণ্যের দাম বাড়ার কারণ বৈশ্বিক পরিস্থিতি: বাণিজ্যমন্ত্রী
